নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
দ্রব্যমূল্য সহনশীল রাখতে এবং পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর নাসিরনগর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি থানা জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে কলেজমোড়ে হাফেজ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়।শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন এবং রমজানের পবিত্রতা সম্পর্কে নানা স্লোগান দেন।
নাসিরনগর উপজেলা জামায়াতের আমীর ছায়েদ আলীর সভাপতিত্বে মিছিলোত্ত্বর সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আমিনুল ইসলাম,অধ্যাপক সিরাজুল ইসলাম, সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি হামিম সহ বিভিন্ন স্তরের জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। কিছু অসাধু চক্র রমজান মাসকে টার্গেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর ভাবে ভূমিকা রাখতে হবে। অশ্লীলতা বন্ধ, রোজার সময় দিনের বেলা হোটেল বন্ধ রাখার জন্য হোটেল মালিকদের প্রতি অনুরোধ করেন।