বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

মালয়েশিয়ায় রোজা শুরু রবিবার (২ মার্চ) থেকে।

মো:নুরুল ইসলাম সুজন: মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন: মালয়েশিয়া।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রবিবার (২ মার্চ) থেকে। আগামীকাল শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন।

এর আগে ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে দেশ দু’টিতেও রবিবার (২ মার্চ) থেকে শুরু হবে রোজা।

ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। তবে অস্ট্রেলিয়ায় আগামীকাল শনিবার থেকেই রমজান শুরু হতে যাচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা রমজান শুরুর ঘোষণা দেয়।

মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ‘কিপারস অব দ্য রুলার্স সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ টেলিভিশনে দেওয়া সরাসরি ভাষণে রমজানের তারিখ ঘোষণা দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ