চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখা বিশাল র্যালী ও পথসভা করেছে। শুক্রবার (২৮ ফেব্রæয়ারী) বিকেল ৫ টায় উপজেলা চত্ত¡র থেকে র্যালীটি শুরু করে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহŸান জানান।
র্যালীর আগে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্না, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি ও চিতলমারী ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
পথ সভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।’
এ সময় তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।
মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, বিভিন্ন প্রকার ¯েøাগান দিতে দেখা গেছে। র্যালীতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। #