বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

নাফ নদী থেকে মিয়ানমারে আটক ২৯ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

জামাল উদ্দীন :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন :

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কয়েক দফায় অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজিবির মাধ্যমে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাটে জেলেরা ফেরত আসেন। তবে জেলেদের ব্যবহৃত নৌকাসহ জাল ফেরত দেয়নি আরাকান আর্মি।

এর আগে গত ১০ ও ২০ ফেব্রুয়ারি টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি

জেলেদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২৯ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা তাদের (আরকান আর্মি) সঙ্গে যোগাযোগ শুরু করি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেদের ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, পরে যাবতীয় আইনি কার্যক্রম শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর কর হয়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ