বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ হৃদয় (২৭) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তার নিকট হতে একটি চাকু ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

আটক হওয়া হৃদয় কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর এলাকার মোজাফফর মিয়ার ছেলে।

র‌্যাবের সদস্যরা গতকাল (২৬ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়াও সে উপরোক্ত ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান অভিধানে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ