শরিফুল ইসলাম ভূঁইয়া, লক্ষীপুর।
কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল আসক্ত কমাতে ও সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে আনন্দঘন পরিবেশে লক্ষ্মীপুরে রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি)সকাল ১০টা বিদ্যালয় মিলনায়তনে পুরষ্কার বিতরনীর আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও উপাধ্যক্ষ জহিরুল ইসলাম আদনানের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোমান হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ দিদারুল ইসলাম,প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট হাসান বান্না, আবু সালেহ্, সাইফুল আজম, মাওলানা মিজানুর রহমান ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, তিন শতাধিক অভিভাবক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে দিদারুল ইসলাম বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ গঠনে সহায়ক ভূমিকা পালন করে, অভিভাবকরা সন্তানের প্রতি যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি
প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোমান হোসেন পাটোয়ারী বলেন, মানসম্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের যুগোপযোগী পাঠদান দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও অতিথি সম্মাননা প্রদান করা হয়।