মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় হাই কমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও কমিউনিটি নানান ধরনের সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা :

এবি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

এবি নিউজ ডেস্ক:

এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে লুটনের বাংলাদেশ দূতাবাসের কনসুলার সার্ভিস পুনরায় চালুর দাবি, নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদ, এবং হাই কমিশনের সেবার মান উন্নয়নের বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ।

হাই কমিশনারের প্রতিশ্রুতি, বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আনতে তাঁর আগ্রহ, আশাব্যঞ্জক। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নিয়মিত তদবির ও আলোচনার প্রয়োজন হবে। সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেইন হাইকমিশনার কে যত সম্ভব তাড়াতাড়ি লোটনের মধ্যে কনসুলেট সেবা পুনরায় চালু করার জোর দাবি জানান। তার পাশাপাশি তিনি হাই কমিশনার মিসেস আবিদা ইসলাম কে বলেন খুবই পরিতাপের বিষয় হলো যে, ৫৪ বছর ধরে সাড়ে সাত লক্ষ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি জাতীয় নির্বাচনে দূতাবাসের মাধ্যমে তাদের মৌলিক অধিকার ভোট দেওয়ার সুবন্দোবস্ত করার দাবি জানিয়ে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিগত সরকার গুলো নানান ধরনের অযুহাত দেখিয়ে নানান ধরনের টালবাহানা করে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের এই দাবি বাস্তবায়ন করতে অনিহা প্রকাশ করেছে। আমরা সবাই বিশ্বাস করি এই সরকার এই দাবি বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই প্রতিনিধি দলের আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মতে প্রবাসীরা হলো দেশের এম্বাসেডর। ওরা দেশ জাতির শ্রেষ্ঠ সন্তান। ওরা দেশের অর্থ নৈতিক উন্নয়ন করতে তাদের সমগ্র জীবন বিলিয়ে দেয়। ওরা যখন দেশে যায় তখন ওদের ভিআইপি মর্যাদা দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের দাবি বাস্তবায়ন করার জন্য যতসম্ভব সকল ধরনের পরিকল্পনা গ্রহণ করতে খুবই আগ্রহী হলে অচিরেই সকল ধরনের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ