শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ড চন্দ্রনাথের চূড়ায় উঠতে গিয়ে ২ তীর্থযাত্রীর মৃত্যু

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।

চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে শিবচতুর্দশী মেলার প্রথম দিনে চন্দ্রনাথ ধামের চূড়ায় উঠতে গিয়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতদের একজন হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার মাখনালের ছেলে ভান্টু। অপরজন নারী। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠছিলেন তীর্থযাত্রীরা। এ সময় দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত লোকজনের ভিড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, দুজনের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এই পযন্ত প্রায় ১২জন আহতের খবর পাওয়া যায়।আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানান মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ। এ মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ