এমরান হোসেন সোহাগ,
নোয়াখালী,চাটখিল,প্রতিনিধি।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালী জেলার বেশিরভাগ অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এর ফলে অনেক মৎস খামার
ডুবে গিয়ে সেখানে থাকা সকল মাছ চারিদিকে চড়িয়ে পড়ে, সাধারণ উৎসুক জনতা সেই মাছ ধরতে বড়শি ও নানান রকম জাল ব্যাবহার করেন।
মাছ ধরার এসব জালের চাহিদা বর্তমানে ব্যাপক,
সেই চাহিদাকে পূঁজি করে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার, শাহাপুর ও সোমপাড়া বাজারের কিছু অসাধু জাল ব্যাবসায়ী পুর্বের চেয়ে কয়েকগুন বেশি দামে সেই জাল বিক্রি করছে, তাই জাল কিনতে গিয়ে অনেক সাধারণ খেটে খাওয়া মানুষই ফিরে আসছেন খালি হাতে।