মোঃ মিজু আহমেদ
কুড়িগ্রাম প্রতিনিধি।
আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১.৩০ ঘটিকার সময় উপজেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি মাঠে নেতাকর্মীরা উপস্থিত হয়। সেখান থেকে র্যালিটি নাগেশ্বরীর মেইন রোডে প্রদর্শন করে। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ভোগ্য পণ্যের দাম কমানোর জন্য বিভিন্ন ধরনের স্লোগান তোলে। শহরের বিভিন্ন জায়গা প্রদর্শন করে নাগেশ্বরী উপজেলা চত্বরে জড়ো হয়। নেতাকর্মীদের বক্তব্য শেষে, নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, গোলাম রসুল রাজার নেতৃত্বে, নেতা কর্মীরা নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন,অধ্যাপক গোলাম রসুল রাজা, সাবেক সভাপতি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখা,আলহাজ্ব সফিউল আলম সফি,সাবেক সাধারন সম্পাদক,নাগেশ্বরী উপজেলা শাখা,মো: রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,
একেএম আশরাফ হোসেন আপেল,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল
নাগেশ্বরী উপজেলা শাখা,ওমর ফারুক
সাবেক সাংগঠনিক সম্পাদক,,নাগেশ্বরী উপজেলা শাখা এবং বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।