বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

গাজীপুরে জেলা বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উসমান গনি স্টাফ রিপোর্টার গাজীপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

উসমান গনি স্টাফ রিপোর্টার গাজীপুর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পতিত স্বৈরাচারের দোসরদের দ্রুত বিচারসহ গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গাজীপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু মঞ্চে বক্তব্যের মধ্যে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ মো: জিয়াউর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদেরকে, এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সকল শহীদদের। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। এবং বিএনপি ক্ষমতায় আসলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশের মানুষকে একটি সোনার বাংলাদেশ উপহার দিব ইনশাআল্লাহ্ ।

এ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবং নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, আবু বক্কর সিদ্দিক, ইসলাম উদ্দিন, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, হেলাল উদ্দিন,সাখাওয়াত হোসেন সবুজ।শাজাহান ফকির মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার আতাউর রহমান মোল্লা, বিল্লাল হোসেন বেপারী , হাসিবুর রহমান মুন্না, সাইফুল হক মোল্লা, খোকন প্রদান, আবু তাহের প্রধান, আনোয়ার হোসেন বেপারী, নজরুল ইসলাম মিলন, আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ