সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৫ এর ২২ আগষ্ট বৃহস্পতিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এর আগে বৈসম্য রিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্বরণে এক মিনিট নিররতা, চলতি কমিটির দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির শপথ এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসকের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল কবির, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আনিল চন্দ্র মন্ডল, শরিফ আহমেদ শামীম, ফারদিন ফেরদৌস প্রমুখ।