মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার
আজ ২৬/০২/২৫ ইংরেজি মাদ্রাসার পরিচালনা কমিটি মনোজ্ঞ আবেদন পেশ করে এই বিষয়ে মহিলাদের খতমের তারাবির জন্য।
কক্সবাজার সদর অন্তর্গত খুরুশস্কুল ইউনিয়নে
কাওয়ার পাড়া বাজার সংলগ্ন তেতৈয়া সড়কে যাওয়ার দক্ষিণ দিকে মারকাজুত তাহযীব মহিলা হিফ্জ মাদ্রাসায় মহিলাদের খতমে তারাবি শুরু হতে যাচ্ছে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকমাওলানা শাকের উদ্দিন ইউনুছী রোজার প্রথম দিন ২৮/০২/২৫ ইংরেজি
রোজ জুমাবার হতে ।
খুরুশকুল মারকাজুত তাহযীব মহিলা হিফ্জ মাদ্রাসায় মহিলাদের জন্য খতমে তারাবিহ সুব্যবস্থা করা হয়েছে।
আপনাদের প্রতি দাওয়াত রইল।
মহিলাদের জন্য উন্মুক্ত অংশগ্রহণের অনুমতি রয়েছে।
প্রয়োজনে 01828088682