শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

০২ কেজি গাজা সহ আটক ২জন।

শ্যামল চন্দ্র রায় জলঢাকা উপজেলা প্রতিনিধি ।
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

শ্যামল চন্দ্র রায়
জলঢাকা উপজেলা প্রতিনিধি ।

নীলফামারী জেলার জলঢাকা থানার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাজার এলাকা থেকে ২ কেজি গাজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -১৩ একটি দল।
আটককৃত ব্যক্তিরা হলেন-আল আমিন,(৪০) মৃত শহর উদ্দিন। গ্ৰাম-ভাবনচুর,৭নং ওয়ার্ড ,গোলমুন্ডা ইউপি।
বাহারুল,(৩৫)আফতাব উদ্দিন,
গ্ৰাম-ভাবনচুর,৭নং ওয়ার্ড ,গোলমুন্ডা ইউপি।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন , র‍্যাব -১৩এর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২কেজি গাজা সহ ২জনকে আটক করে ।
মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ