বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

দীর্ঘ ২২ বছর পর দিনাজপুর ফুলবাড়ীতে আবারও ট্রাফিক ব্যবস্থা চালু

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২বছর পর আবারও দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলাম।

এর আগে গত ২২ ফেব্রুয়ারী ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন আবারও ট্রাফিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেন। তার প্রেক্ষিতে ট্রাফিক ব্যবস্থা চালু হল। ট্রাফিক ব্যবস্থা চালু করায় পুলিশ সুপার কে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।

জানাগেছে, ফুলবাড়ী পৌর শহর দিয়ে যাওয়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি একটি ব্যস্ততম মহাসড়ক। বাইপাস সড়ক না থাকায় শহরের নিমতলা মোড়, ঢাকা মোড়, বটতলি মোড় ও উর্বশী সিনেমা হল সংলগ্ন বাসকাউন্টারের সামনে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এতে চরম সমস্যায় পড়তে হয় যানবাহন চালকসহ পথচারীদের। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা দাবি তুললেও অদৃশ্য কারনে তা অপূর্ণই থাকে। এর আগে ২০০৩ সাল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরে ঢাকা মোড় এবং নিমতলা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু ছিল। ওই সময় হঠাৎ করেই ফুলবাড়ী থেকে ট্রাফিক প্রত্যাহার করে নেয়া হয়। যা পরে আর চালু করা হয়নি।

এরপর থেকে বেপরোয়া নিয়ন্ত্রনহীন যানবাহন চলাচলের কারনে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। এতে হতাহতের সংখ্যা বেড়েই চলছিল। দীর্ঘ ২২বছর পর আবারও ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশীদ বলেন, ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিলো ফুলবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা চালু করা। আজ তা পূর্ণ হল। এতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন স্থানীয় সাংবাদিকরা। ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই এলাকায় যানজট ও সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গত ২২ ফেব্রুয়ারী ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক অয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে আপনাদের দাবির পেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের এর প্রতিশ্রুতি মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হল। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলামের নেতৃত্বে ৫জনের একটি টিম এখানে কাজ করবে। আশা করছি, ফুলবাড়ীর দীর্ঘদিনের যে যানজটের যে সমস্য ছিল তা নিরসন হবে।

এই ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করছি, পাশাপাশি ট্রাফিক আইন মেনে চালানোসহ হেলমেট ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ