মোঃ সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনজীবনের দুর্ভোগ চরম পর্যায়ে নিয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশেহারা। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে, অথচ তারা সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার বিষয়ে নির্বিকার। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশব্যাপী অরাজকতা ছড়িয়ে পড়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। বাড়িতে থাকা তো দূরের কথা, পরিবারের সঙ্গে সময় কাটানোও ছিল অসম্ভব। সরকার বিরোধী কণ্ঠ রোধে নানা অপকৌশল গ্রহণ করেছে, কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার দমন করা যাবে না।
বিএনপি নেতারা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান এখন সময়ের দাবি। আগস্টের পরবর্তী বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেটিকে রক্ষা করাই আজকের প্রধান চ্যালেঞ্জ। বক্তারা বলেন, “আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কেউ দমন-পীড়নের শিকার হবে না।”
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ জনগণের স্বার্থ রক্ষায় রাজপথে দুর্বার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।