মোঃ রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালি বর্তমান সময়ের অন্যতম পর্যটক কেন্দ্র। এই আকর্ষণী স্থানের বেড়ি বাঁধ ভেঁঙ্গে যাওয়ায় নিজ উদ্যাগে স্বেচ্ছাশ্রমে এই বেড়ি বাঁধ মেরামতের কাজ করছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন চাকুরী জীবি, ছাত্র সমাজ,বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথভাবে এক হয়ে এই বেড়িবাঁধ নির্মাণ কাজে স্বেচ্ছায় অংশ গ্রহন করে বাঁধ রক্ষায় কাজ করছে।
এতে প্রায় এক থেকে দুইশত লোক বাঁধ নির্মান করে স্হানীয় হাজার হাজার মানুষকে বন্যা ও সাগরের পানি থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্হানীয়রা মনে করেন সরকারীভাবে কখন কাজ হবে তা নিয়ে বসে থাকলে চরম ভোগান্তির মুখোমুখি হতে হবে স্হানীয়দের। এজন্য সকাল থেকে স্বত:স্ফূর্ত ভাবে স্বিদ্ধান্ত গ্রহন করে স্থানীয় কৃষক, শ্রমিক, ছাত্র জনতা ও সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলো স্বেচ্ছাশ্রমে বেড়ি বাঁধ সংস্কারে অংশ নেয় বলে দেখা যায়।তারা বলেন যদি দ্রুত সময়ের মধ্যে এই বেড়ি বাঁধ বাঁধা না হয় তাহলে ঐই এলাকার হাজার হাজার সাধারণ মানুষ পানিতে জীবন যাপন করতে হবে।