বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার রাতে দিনটি উপলক্ষে পুরাতন পুলিশ লাইন্স মাঠে পুনাকের কার্যালয়ে কেক কাটা হয়। পুনাক জেলা সভানেত্রী শোভা আরিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
এ সময় তিনি বলেন, পুলিশ যেমন দেশ ও জাতীর কল্যানে কাজ করে যাচ্ছে, তেমনি তাদের গৃহীনিরাও অনেক সামাজিক কাজের সাথে জড়িত। তারা অসহায়, দুস্থ মানুষের পাশে দাড়িয়ে সেবা ও মানবিক কাজ করে যাচ্ছে।পুর“ষের পাশাপাশি নারীরাও তাদের কর্মদক্ষতায় অনেক এগিয়ে।
পরে রাত ৮ টার দিকে পুনাকের জেলা সভানেত্রী হযরত খানজাহান আলি মাজার প্রাঙ্গণে, বাসস্ট্যান্ডে এবং মারিয়া পলী এলাকায় অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এসব কর্মসূচিতে পুনাক সাবানেত্রী শোভা আরিফ , পুলিশ সুপার, পুনাক সদস্য পরিচয় মোছাম্মৎ শাপলা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামীম হাসান, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্ল্যা মাসুদুল হক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হেদায়েত হোসেন লিটন সহ পুনাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#