বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

পোকখালী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল, প্রায় দশ হাজার মানুষের সমাগম।

মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার

• প্রধান অতিথি সাবেক এমপি ও কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বহুল কাঙ্খিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ই ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় মধ্যম পোকখালী কমলা পাড়া সংলগ্ন এলাকায় শুরু হয় এ সম্মেলন। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ছাত্রদল নেতা নুরুল হাকিম। অনুষ্টানে পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আখতার উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির মৎসজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, প্রধান বক্তা কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আবু তাহের চৌধুরী ও উদ্ভোদক ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।

অনুষ্টানে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দু সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আজিজুল হক রুবেল, সদস্য সচিব বেলাল উদ্দিন, উপজেলা শ্রমীকদলের সাধারণ সম্পাদক শফিউল আলম তাজ, ছাত্রদলের উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক সাজ্জাদ, সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা জাসাস এর আহ্বায়ক মোর্শেদুল ইসলাম বিপ্লব সহ্ আরও অনেকেই।

শুরুতেই পোকখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নেতৃত্বে বিশাল বিশাল মিছিল এসে ভরিয়ে দেয় সম্মেলন স্থল। পরে একে একে উপস্থিত হন উপজেলার পাঁচ ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। এসময় জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্ভোদন করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। সবশেষে প্রধান অতিথি লুৎফুর রহমান কাজলের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ সম্মেলন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ