শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল।

স্টাফ রিপোর্টার আবু সাঈদ রেশাদ।
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আবু সাঈদ রেশাদ।

“সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও জনগণ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এ সময় বিক্ষোভ মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় বক্তব্য দেন – শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি ও মাইশা মেহজাবীন ।
সমাবেশে বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানান। একইসাথে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ