শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজার সমিতিপাড়ার ঘ*ট’নার সাথে জড়িত বিমান বাহিনী বিরুদ্ধে ৫ দফা দাবি দেওয়া হয় এলাকাবাসী ।

মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার

আজ ২৪/০২/২৫ ইংরেজি সোমবারে সকল (১০ট‌‌‌) ঘটনাটি ঘটে এখানে সমিতি পাড়ার জনসাধারণের নিজস্ব ভূখণ্ডের বসবাসকৃত বিষয় নিয়ে নৃশংসভাবে গুলি করা হয় জনতার উপরে এই বিষয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি দিয়ে দেয়।

দাবী-১: যে শহীদ হয়েছে তাকে হত্যার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
দাবী-২: স্হানীয় গণমাধ্যম থেকে শুরু করে জাতীয় পর্যায়ের অনেক গনমাধ্যম আমাদেরকে দুর্বত্ত বলে প্রচার করা হয়েছে যা খুবই দুংখজনক। এবং অনতিবিলম্বে এই খবর প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।
দাবী-৩: আমাদের ৪০ বছর ধরে ব্যবহার করা রাস্তা বিমান বাহিনী কর্তৃক হটাৎ করে চেকপোস্ট বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমরা এই চেকপোস্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার জোর দাবী জানাচ্ছি।
দাবী-৪: কিছুদিন পরপর স্থানীয় জনগণকে উত্তেজিত করার উদেশ্যে বিমান বাহিনীর কিছু টহল টিম খুটি এবং তারকাটা নিয়ে এলাকার বিভিন্ন অলিগলিতে ঘোরাঘুরি করে যারফলে মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়। আমরা এই কার্যক্রম সম্পুর্নভাবে বন্ধ করার জোর দাবী জানাচ্ছি।
দাবী-৫: এলাকার মানুষের প্রাণের দাবী ১নং ওয়ার্ডকে অতিদ্রুত স্হায়ী বন্দোবস্ত করার ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ