মোঃ রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় গড়ে উঠেছে এশিয়ার প্রথম ও বিশ্বে দ্বিতীয় কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি সম্পন্ন জিপিএইচ ইস্পাত লিঃ।
গতকাল(২১আগষ্ট) বুধবার বিকাল ৩ ঘটিকায় জিপিএইচ ইস্পাত লিমিটেড এর নতুন এডমিন বিল্ডিং জিপিএইচ ইস্পাতে কর্মরত সকল সীতাকুণ্ড বাসীদের সাথে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমীন সুলতান, শওকত ওসমানসহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফুটে আসে,জিপিএইচ ইস্পাতে স্থানীয় সীতাকুণ্ড বাসীর মধ্যে প্রায় ২৬% লোক কর্মরত আছে জিপিএইচ ইস্পাতে। যা অন্যান্য পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের চেয়ে অনেক গুন বেশি।শুধু তাই নয় স্থানীয়দের মধ্যে প্রায় ৫০০জন লোকের অধিক দৈনিক কাজে ব্যবহার করা হয়। জিপিএইচ ইস্পাত স্থানীয় বিভিন্ন কর্মহীন মানুষের কর্মক্ষেত্রের সৃষ্টি করেছে। স্থানীয় দরিদ্র মহিলাদের জন্য ও কর্মস্থানের সুযোগ তৈরি করেছে।শুধু তাই নয়,স্থানীয়দের জন্য বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ ও হাতে নিয়েছে জিপিএইচ।ইতিমধ্যে উন্নয়ন ও সেবামূলক কাজ গুলো বাস্তবায়িত হয়েছে।স্থানীয় দরিদ্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প,স্বাস্থ্য চিকিৎসা,খৎনা,মেয়েদের কান- নাক ফুরানো থেকে শুরু করে,স্থানীয় বিভিন্ন মসজিদ,মন্দির, মাদ্রাসা,এতিমখানায় বিভিন্ন আর্থিক সাহায্য করে থাকে জিপিএইচ ইস্পাত।জিপিএইচ ইস্পাত কে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন দোকান,রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা বানিজ্য। আর এ গুলো সবই সম্ভব হয়েছে জিপিএইচ ইস্পাতের জন্যই।জিপিএইচ ইস্পাত সবসময় আপনাদের সাথে ছিলো থাকবে ইনশাআল্লাহ।
স্থানীয় শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন এইচ আর ডিপার্টমেন্ট এর লিপি আক্তার তিনি বলেন, জিপিএইচ ইস্পাতের মতো প্রতিষ্ঠানে চাকরি করে ধন্য মনে করি।জিপিএইচ ইস্পাত স্থানীয় কর্মহীন মানুষের কর্মস্হান তৈরি করে দেওয়ার জন্য।তিনি আরও বলেন এই ধরনের উন্নয়ন মূলক কাজ যাতে সবসময় চালিয়ে যান।