চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারীর আজিজুল হক আইডিয়াল একাডেমির ১৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারী) সন্ধ্যা পর্যন্ত এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়। এ উপলক্ষে রবিবার (২৩ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে চিকিৎসক সেখ ফারুক আহমেদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান এবং আজিজুল হক আইডিয়াল একাডেমির পরিচালক ও সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এহসানুল হক আবির।
আজিজুল হক আইডিয়াল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন সরকারের সভাপতিত্বে এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিতিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা উড়ানো, কোরআন তেলাওয়াত জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের পাশাপাশি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। এ সময় ছাত্ররা গ্রাম বাংলার সাংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য সবার সামনে তুলে ধরেন। তারা কৃষক, জেলে, মুক্তিযোদ্ধা, ইমাম, বর বউ, ডাক্তারসহ নানা শ্রেণী পেশার মানুষের চিত্র তুলে ধরে। উপস্থিত সকলে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগে ব্যাপক আনন্দিত এবং প্রশংসা করেছে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আজিজুল হকের পরিবার অত্র বিদ্যালয়ের সকল মেধাবী শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে। #