মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা উপলক্ষে সংবাদ সম্মেলন করেন মেলা কমিটি

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) :

ঐতিহ্যবাহী শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড মেলা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সীতাকুণ্ড মেলা কমিটি।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা উপলক্ষে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী,রয়েছে চিকিৎসা সেবা,যাতায়াত ও আবাসনের বিশেষ সুব্যবস্থা। এ মেলায় প্রায় ৫ থেকে ২৫লক্ষাধিক পূণ্যার্থীর আগমন ঘটবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বেলা ১১টায় সীতাকুণ্ডের পৌরসভার প্রেমতলা এলাকায় মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ।

সম্মেলনে উপস্থিত ছিলেন,মেলা কমিটির উপদেষ্টা দুলাল কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক মনোজ কুমার নাথ,অতিরিক্ত সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, সাংগঠনিক সম্পাদক সুজন মল্লিক, অর্থ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ প্রমুখ।এসময় মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন,আমরা দিন-রাত কষ্ট করে মেলার সব প্রস্তুতি শেষ করেছি।শিব চতুর্দশী এবং দোল পূর্ণিমা উদযাপন করার জন্য যে সমস্ত দর্শনার্থী আসবে তাদের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ। সবাইকে এই শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা উদযাপন করার জন্য আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ