নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ মো. বাবুল শেখ ও মো. বিপুল শেখ নামে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. বাবুল শেখ (৪২) ও মো. বিপুল শেখ (৩৫) নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। তিনি জানান রবিবার (২৩ডিসেম্বর) দিবাগত রাত ২ টা ১৫ মিনিটের দিকে লোহাগড়া পৌর সভার কুন্দসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি ৯ এম. এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে লোহাগড়া থানার এস. আই সুমন, আই মাসুদুর রহমান, এ. এস. আই ইয়াসিন ব্যাপারীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুন্দশী এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তল্লাশী করে আমেরিকার তৈরি একটি ৯ এম. এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে সোমবার দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। অভিযুক্ত বাবুল শেখের নামে থানায় এর আগে মাদকসহ অন্যান্য ১৭ টি মামলা রয়েছে এবং বিপুল শেখের নামে থানায় ২টি মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।
সোমবার বেলা ১ টার দিকে নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর লোহাগড়া থানার কনফারেন্স রুমে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেন।