শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

কক্সবাজারে এলাকাবাসীর সাথে বিমানবাহিনীর সংঘর্ষ: নিহত ১

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন,

কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষে গুলিতে শিহাব কবির (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম।

এদিকে এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্বৃত্তরা কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে হতাহতের কথা উল্লেখ করেনি আইএসপিআর।

স্থানীয়রা জানান, নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সুত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আইএসপিআর জানায়, কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ