মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
কতিপয় প্রতিহিংসাপরায়ণ এমবিবিএস শিক্ষার্থীদের বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে এবং ডিএমএফ শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবির পক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪/০২/২০২৫ইং ) বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা অভিযোগ করেন, কিছু এমবিবিএস শিক্ষার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৪ বছর ৬ মাসের মেডিকেল ডিপ্লোমা কোর্সকে ৬ মাসের কোর্স বলে অপপ্রচার চালাচ্ছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এছাড়াও, বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য প্রদানের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা দ্রুত এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের দাবি জানান এবং ডিএমএফ শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
উল্লেখ্য, ডিএমএফ শিক্ষার্থীরা তাদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থানের নিশ্চয়তা, অবৈধ প্র্যাকটিস বন্ধসহ চার দফা দাবি জানিয়ে আসছে।