বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে রামজলদাসের পরিবারের মাঝে আসলাম চৌধুরীর অনুদান

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রামজলদাসের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব অধ্যাপক লায়ন মো: আসলাম চৌধুরীর পক্ষে ডা: কমল কদর।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের জেলে পাড়ার রামজলদাসের পরিবারকে দেখতে যান আসলাম চৌধুরী পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা:কমল কদর। এসময় তিনি রামজলদাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন,সমুদ্র উপকূলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার কারণে রামজলদাসকে হত্যা করে সমুদ্র ফেলে দেওয়া হয়,এতে আজ রামজলদাসের পরিবার অসহায়, তাদের উপার্জন কর্ম ছেলেকে হারিয়ে দিশেহারা।আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে পারি।আমি সরকার এবং এলাকার বিত্তবানদের প্রতি অনুরোধ করবো যাতে সবাই তাদের আর্থিক সাহায্যে এগিয়ে আসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো মহিউদ্দিন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো সালাউদ্দিন, বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু,বিএনপির নেতা জহুরুল আলম জহুর,চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন,কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি সভাপতি মো আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ এবং সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।এসময় কাজী মো সালাউদ্দিন বলেন,যারা এই হত্যা কাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা হবে।বিএনপি কোনো খুনের রাজনীতি করে না এবং খুনিদের কোনো ভাবে ছাড় দেওয়া যাবে না।তিনি বলেন,খুনি যত বড় হোক না কেন তাদের কে আইনের আওতায় বিচার করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ