সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মান্দারীটোলা প্রিমিয়ার লীগ (এমপিএল) নাইট মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় পশ্চিম মান্দরীটোলা মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। টুর্ণামেন্টে সর্বমোট ৮টি দল অংশগ্রহন করে। চুড়ান্ত পর্বে প্রতিযোগিতা করেন ইভিনিং স্টার ও দুরন্ত নওজুয়ান। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে ১-০তে জয়লাভ করে ইভিনিং ষ্টার।
৩ নং মান্দরীটোলা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও ৫ নং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক যাওয়াদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও সফল ছাত্রনেতা জহুরুল আলম জহুর। অনুষ্ঠানের অতিথি ছিলেন ৫ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক সাহাবউদ্দীন রাজু, ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক একরামুর হক, ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জয়নার আবেদিন দুলাল, ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সদস্য শহিদুল্লাহ, যুবনেতা সালাউদ্দীন, ছাত্রনেতা আরিফ হোসেন, সহ ৩নং ওয়ার্ড মান্দারীটোলা যুবদলের সাবেক সভাপতি মেজবাউল আলম, যুবনেতা, মুকসুদুল আলি, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৩নং ওযার্ড যুবদলের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক সেয়েদ হোসেন, যুবনেতা রেজাউল করিম সাদ্দম, শ্রমিক নেতা নাদেরুজ্জামান সহ অনেকে।