শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:১২ অপরাহ্ন

কুষ্টিয়ায় মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন -বিক্ষোভ

কক্সবাজার জেলা প্রতিনিধি জামাল উদ্দিন।
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি জামাল উদ্দিন।

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর এলাকায় আতিয়ার রহমানকে হত্যার ঘটনায় নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাঞ্চনপুর বাজারে সর্বস্তরের জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এসময় তারা বলেন, আতিয়ার রহমানকে হত্যার ঘটনায় নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নিরপরাধ মানুষদের আসামীর তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত হত্যাকারীদের নামে মামলা দেওয়ার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচী নেওয়া হবে বলেও হুঁশিয়ারী দেন তারা। গত ১৭ ফেব্রুয়ারী দিবাগত রাতে কাঞ্চনপুর মাঠে আতিয়ার রহমান নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ