বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল নেমে পর্যটক ঢাকার দক্ষিণ কমলাপুরের ফেরদৌস খান মৃত্যু!

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজার শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে
নিহত পর্যটক ফেরদৌস খান (৪০) ঢাকার ৭০/২ দক্ষিণ কমলাপুরের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে এডিআইজি আপেল মাহমুদ বলেন, বিকেলে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে ফেরদৌস খানসহ তার ৫ বন্ধু মিলে গোসলে নামেন।

গোসলের এক পর্যায়ে ফেরদৌস খান অসুস্থতা বোধ করার কথা জানায় বন্ধুদের। এতে বন্ধুরা তাকে গোসল অবস্থা থেকে নিয়ে সৈকতের কিটকট চেয়ারে বসায়। এসময় তিনি অবচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে ফেরদৌস খানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ