মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) :
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় একটি বাগানে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মনে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে,এই আগুন চন্দ্রনাথ পাহাড়ে লাগেনি বলে, স্পষ্টভাবে জানিয়েছেন সীতাকুণ্ড মেলা কমিটি। যে এই অগ্নিকাণ্ডের সঙ্গে চন্দ্রনাথ পাহাড়ের কোনো সম্পর্ক নেই। চন্দ্রনাথ পাহাড়ের আশপাশের এলাকা সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং শিবরাত্রি মেলার প্রস্তুতি স্বাভাবিকভাবে চলছে।
চন্দ্রনাথ পাহাড় পরিদর্শন করেন সীতাকুণ্ড প্রশাসন ও মেলা কমিটি
(২১ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে সরেজমিনে চন্দ্রনাথ পাহাড় পরিদর্শন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকতা ম্যাজিস্ট্রেট মো:ফখরুল ইসলাম, মেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ঘটনাটির সত্যতা যাচাই করে মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, “গুজবে কেউ কান দেবেন না। আমরা মেলাকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজনের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। চন্দ্রনাথ পাহাড় সম্পূর্ণ নিরাপদ! সবাই শিবরাত্রির প্রস্তুতি নিন।”
গুজবে বিভ্রান্ত হবেন না
মেলা কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। অথচ জনকন্ঠ ও কিছু সংবাদমাধ্যমে পাহাড়ে আগুন লেগেছে বলে যে খবর প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর শীতের শেষে, বিশেষ করে শিবচতুর্দশী মেলার আগে ও পরে, শুকনো গাছপালা ও আগাছা পরিষ্কারের জন্য আগুন দেওয়া হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
শিবরাত্রি মেলা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে
মেলা কমিটি আশ্বস্ত করেছে যে চন্দ্রনাথ পাহাড় ও তার আশপাশের এলাকা সম্পূর্ণ নিরাপদ। শিবরাত্রি মেলা সুষ্ঠুভাবে আয়োজনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই গুজবে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে শিবরাত্রির প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে মেলা কমিটি।