নিজস্ব প্রতিবেদক।
আজ ২২ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং (শনিবার) দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার আয়োজনে ওপেন হাউজ ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শনিবার সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ি থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন।
ফুলবাড়ি থানার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন, তিনি বলেন আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে দিনাজপুর জেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন আমরা দুই এক দিনের মধ্যে ফুলবাড়িতে ট্রাফিকের ব্যবস্থা করব। মনে রাখবেন পুলিশ মানুষের বন্ধু, মানুষ পুলিশের বন্ধু।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, বৈষম্য বিরোধী ছাত্র, মুক্তিযোদ্ধা, শিক্ষক জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।