মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

ধামইরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন কার্যক্রমের মধ্যে রাত ১২ঃ০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, মৎস কর্মকর্তা আইয়ুব আলী, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে নান্দনিক হাতের লেখা, কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগীত গুরু মোস্তফা কামাল জিন্না এর নেতৃত্বে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ