চারঘাট (রাজশাহী)প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় চারঘাট উপজেলায় মহান ২১শে ফ্রেরুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে এই দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফ্রেরুয়ারী) রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২,বিএনপি,উপজেলা পৌর বিএনপি,ছাত্রদল,মুক্তিযোদ্ধা, চারঘাট ফায়ার সার্ভিস,চারঘাট প্রেসক্লাব ও থানাপাড়া সোয়ালোজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গসংগঠন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন।
উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ চত্বর ও বিভিন্ন প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা, শহীদ দিবস ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান,চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রতন কুমার ফৌজদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ,চারঘাট প্রেসক্লাবের সভাপতি ও বাসাস জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক মিঠু রানাসহ সরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিএনপির অঙ্গসংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোঃ শফিকুল ইসলাম
চারঘাট,রাজশাহী