মোহাম্মদ নুরনবী শহর প্রতিনিধি।
কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড ঘোনার পাড়ার নিজ বাসা থেকে একটি ২ বছরের কন্যা শিশু হারানো গিয়েছে।
গত ২০ ই ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪ টার দিকে ঘোনার পাড়া বাড়ির আঙ্গিনা থেকে নিখোঁজ হয়। এখনো পর্যন্ত খোঁজ মিলেনি, নিখোঁজ হওয়া শিশুটির নাম, সিদরাতুল জান্নাত মাওয়া, বয়স ২ বছর। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেন। শিশু টির পিতা আব্দুর রহমান মনি।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ রইল।
যোগাযোগ – 01690000298-01843599716