বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

২১শে ফেব্রুয়ারি: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি

আজ সারাদেশের ন্যায়, দিনাজপুরের বিরল উপজেলার শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মোঃ মুজাহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি বলেন, “রাষ্ট্রভাষা বাংলা চাই, অন্য ভাষা মানি না ভাই!” এই উক্তি কেবল ১৯৫২ সালের আন্দোলনের স্মৃতি জাগিয়ে তোলে না, বরং আজও আমাদের ভাষার মর্যাদা রক্ষার প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

এদিন ভাষা শহীদদের স্মরণে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়, যেখানে বক্তারা ভাষার গুরুত্ব ও সংরক্ষণের ওপর জোর দেন। তাঁদের মতে, একুশের চেতনা শুধুমাত্র স্মরণ করা নয়; তা হৃদয়ে ধারণ করে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বার্তা বহন করে।

উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার আন্দোলনে জীবন দেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ বহু নামী ও অজানা শহীদ। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারি।

দিনাজপুরের শহীদ মিনারে এদিনের আয়োজন আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়—শুধু শহীদদের স্মরণ করা নয়, বরং তাঁদের আদর্শ অনুসরণ করে মাতৃভাষার সংরক্ষণ ও চর্চায় অঙ্গীকারবদ্ধ হওয়াই একুশের প্রকৃত শিক্ষা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ