দিরাই প্রতিনিধি গোলাম জিলানী।
দিরাই পৌর শহরে অবস্থিত দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন দশম শ্রেনীর ছাত্র মোঃ শিপন মিয়া এবং গীতা পাঠ করেন সহকারী শিক্ষিকা রীমা দাস। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোজাম্মেল হক।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে শিক্ষার্থীদে অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা তুলে ধরেন নৃত,পুতুল নাচ, এবং দেশের বিভিন্ন সময় ঘটে যাওয়া আন্দোলনের চিত্র ডিসপ্লে করেন শিক্ষার্থীরা। দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হুসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর,বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের দাতা সদস্য ফারুক সরদার, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, সাংবাদিক সৈয়দুর রহমান তালুকদার, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, নুর আহমদ তালুকদার প্রমুখ।