বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:০২ অপরাহ্ন

বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষতিপূরণ আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে এলাকাবাসী

আল আমিন বিন আমজাদ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আল আমিন বিন আমজাদ
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের গ্রামগুলো।
কয়লাখনি কর্তৃপক্ষের নিকট ঘর-বাড়ী সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে আসছেন ক্ষতিগ্রস্তরা,এরপরও কোন পদক্ষেপ না নেওয়ায় আজ সকাল ১১ টায় কয়লা খনির মূল গেটের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন
বৈগ্রাম, কাশিয়া ডাঙ্গা, মোবারকপুর, জব্বর পাড়া, দক্ষিণ রসুলপুর (বড়), দক্ষিণ রসুলপুর (ছোট), পূর্ব জ্জবর পাড়া, চক মহেশপুর, হামিদপুর, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দূর্গাপুর ও শেরপুর সহ ১২ গ্রামের কয়েক হাজার নারী পুরুষ।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্তদের দাবি আদায় কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আল বিরোনী, সহ-সভাপতি রবিউল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ আলী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন আমাদের ন্যায্য দাবি আদায় না হলে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ