বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:২১ অপরাহ্ন

আল-আমিন একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ

উসমান গনি স্টাফ রিপোর্টার গাজীপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

উসমান গনি স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে কেওয়া পূর্বখন্ড “আল-আমিন একাডেমিক স্কুলে” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । সুস্থ দেহ-সুন্দর মন, ক্রীড়া ও সংস্কৃতি করে আনয়ন এই শ্লোগানে দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিন বৃহস্পতিবার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আল-আমিন একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা, সভাপতি এস.এম আল- আমিন(শামসুদ্দিন) সভাপতিত্বে প্রধান শিক্ষক বিপ্লব মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সহ সভাপতি, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো.আবুল হোসেন প্রধান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিকদলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনডিপি সিনিয়র কেপাসিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ এনামুল হক খসরু, জাতীয় পতাকা উত্তোলন করেন ইঞ্জিনিয়ার নাজমুল আলম (মিরব), ক্রীড়া পতাকা উত্তোলন করেন মাসুদ আহমেদ পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে দুই দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিচারক মন্ডলীদের ফলাফলের ভিত্তিতে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ