বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ভাষার প্রতি শ্রদ্ধা শুধু এ-ই দিনেই নয়,প্রতিদিনের জীবনে তা অনুসরণ করা উচিত-এম শামসুদ্দোহা

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।

বাংলাদেশের প্রিয় মাতৃভাষা, বাংলা ভাষার প্রতি সম্মান জানাতে প্রতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এদিন ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষার প্রতি আমাদের দায়িত্ব অনুভব প্রকাশ করার দিন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সীতাকুণ্ড থানা বিএনপির প্রভাবশালী সদস্য আলহাজ্ব এম শামসুদোহা বলেন- “আমাদের মাতৃভাষা বাংলার গৌরবময় ইতিহাস দেশের জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। আজকের এই দিনে আমরা ভাষা শহীদদের অবদানের কথা স্মরণ করছি, যারা মাতৃভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ভাষার প্রতি আমাদের এই শ্রদ্ধা শুধু এই দিনেই নয়, প্রতিদিনের জীবনে তা অনুসরণ করা উচিত।’’

এম শামসুদোহা আরও বলেন, ‘‘বাংলা ভাষার মর্যাদা বজায় রাখতে এবং বিশ্বে বাংলা ভাষার আরও প্রসার ঘটাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের প্রতীক এবং এর সঠিক ব্যবহার আমাদের জাতীয় ঐক্য ও অগ্রগতির মূল চাবিকাঠি। তাই আমরা সবাই ভাষার প্রতি আরও দায়িত্বশীল, সচেতন এবং সম্মানপূর্ণ আচরণ করব।’’

তিনি আরও বলেন- ‘‘ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় সংগ্রামের ইতিহাসের অমর অংশ হয়ে থাকবে। তাদের আত্ম ত্যাগের মর্যাদা রাখার জন্য প্রতিটি পদক্ষেপে আমরা মাতৃভাষার গুরুত্ব প্রতিষ্ঠা করবো।’’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল সীতাকুণ্ড,কুমিরাবাসি ও দেশবাসীকে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ