ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (২১ আগস্ট) সানাই কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ।
ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ফুলপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদ হোসেন খানের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ সরকার, ময়মনসিংহ জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম তালুকদার, পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল, মোঃ নজরুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, মহিলা দলের শিরিনা আক্তারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।