মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার
সম্মানিত উলামায়ে কেরাম, মাশায়েখ, ছাত্রবৃন্দ ও মুসলিম জনতার
কক্সবাজার সদর খুরুশকুল ওলামা পরিষদের উদ্যোগে এক ঐতিহাসিক ইসলামি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আয়োজনের তারিখ ও স্থান:
তারিখ: ইনশাআল্লাহ আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং (সোমবার) স্থান: কক্সবাজার সদর, খুরুশকুল পরিষদ মাঠ।
বিশেষ বৈশিষ্ট্য: কুরআন ও সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা
প্রসিদ্ধ ওলামায়ে কেরামের জ্ঞানগর্ভ বয়ান
ঈমান, আমল ও আখলাকের সংশোধনমূলক দিকনির্দেশনা
মুসলিম উম্মাহর ঐক্য, সমাজ সংস্কার ও দ্বীনি দায়িত্ব সম্পর্কে বিশেষ দিকনির্দেশনা।
এই মহতী সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলামি চিন্তাবিদগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ।
তাই দ্বীনি ইলম অর্জনের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা সবাই যেন একত্রিত হয়ে ইসলামি জ্ঞানে সমৃদ্ধ হই এবং নিজেদের আমল ও চরিত্র সংশোধনের মাধ্যমে দ্বীনের পথে দৃঢ়ভাবে চলতে পারি।
আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি!
সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা! এই সম্মেলন আমাদের জন্য এক মহৎ সুযোগ, যেখানে আমরা দ্বীনের সঠিক শিক্ষা গ্রহণ করতে পারব এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের পথ খুঁজে নিতে পারব। তাই আসুন, দল-মত নির্বিশেষে সবাই এক কাতারে সমবেত হয়ে দ্বীনি পরিবেশকে সমৃদ্ধ করি।
পরিশেষে:
আল্লাহ তায়ালা যেন এই ইসলামি সম্মেলনকে পরিপূর্ণ বরকতময় ও সফল করেন এবং এর মাধ্যমে মুসলিম উম্মাহর জন্য হিদায়াত ও কল্যাণ দান করেন—আমিন!
ইলাল লিকায়! ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
বিনীত:
কক্সবাজার সদর খুরুশকুল ওলামা