মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি
বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া হাজী রাফিয়া খাতুন আদর্শ বালিকা হিফ্জ মাদ্রাসার উদ্যোগে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে ফেব্রুয়ারী সকাল ০৮ টা থেকে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে
প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।
ভাদালিয়া বড় মাদ্রাসার ছদরে মুহতামিম ও প্রবীণ আলেম মাওলানা নুরুল হক আদিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে বক্তব্য রাখেন, জলদী বড় মাদ্রাসার ছদরে মুহতামিম মাওলানা নুরুল হক জদিদ, হেফাজতে ইসলাম বাঁশখালী পৌরসভার আমির মাওলানা হাফিজুর রহমান, ভাদালিয়া বড় মাদ্রাসার পরিচালক মাওলানা খলিলুর রহমান শওকী, মুফতি মুহসিন বিন আজাদ, নুরুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ আব্দুল্লাহ, মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ওসমান গনি, শিক্ষক হাফেজ জয়নাল আবেদীন, শিল্পী এইচ এম খলিলুর রহমান, মাওলানা হাফেজ লোকমান হাকিম, মাওলানা রিদুয়ান, রিপোর্টার মোনতাহেরুল হক আমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবছর মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করা ৮ জন হাফেজা এবং ১৯ জন বিদায়ী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
হিফজ সম্পন্ন করা হাফেজাগণ হলেন-হাফেজা হুরাইন জান্নাত সাবরিয়া, হাফেজা মিফতাহুল জান্নাত সুমাইয়া, হাফেজা ফাহিমা সোলতানা, হাফেজা ইসরাত জাহান সাইমা, হাফেজা সালমা বিনতে কাদের, হাফেজা মাইশা বিনতে জাবেদ, হাফেজা তাছকিয়াতুল জান্নাত ও হাফেজা তাশফিয়াতুল জান্নাত।