মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি:
বাগেরহাট জেলার শরণখোলা মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা যেনো নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে। শরণখোলা উপজেলা থেকে ছেড়ে আসা দূর পাল্লার বাস হেলপার কিংবা সুপারভাইজার দিয়ে চালানোর জন্য ঘটছে এসব অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে শরণখোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমা পরিবহন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইমা পরিবহন মোড়েলগঞ্জের দৈবজ্ঞাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে করে ইমা পরিবহনটি দুমড়ে মুচড়ে যায় এবং হতাহতের সংখ্যা অনেক। তবে এ যাত্রায় মৃত্যুর কবল থেকে বেচে গেলেও আহতদের অবস্থা আশঙ্কাজনক। কিছুদি আগেও এই সড়কে বেপরোয়া গতিতে ৪ মাসের শিশু হারিয়েছে তার বাবা ও মাকে। কতৃপক্ষের হেয়ালিপনাকে দায়ী করছেন জনসাধারণরা।সুশীল ছাত্র জনতার অভিযোগ, বিশেষ করে দূর পাল্লার বাস বাগেরহাটে পৌছুতেই ড্রাইভার নেমে পড়লে হেলপারের হাতে বাস থাকে । যার ফলস্বরূপ ঘটছে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।