মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

ব্রিজের অস্থায়ী সংস্কার হলেও স্থায়ী সমাধান হয়নি- জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি।

দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি, আল আমিন বিন আমজাদ।
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি,
আল আমিন বিন আমজাদ।

দিনাজপুরের ফুলবাড়ী থানার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের সংযোগকারী রাস্তার একমাত্র ব্রিজটি দীর্ঘদিন পর সংস্কার করা হলেও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। প্রায় ২৫-৩০ টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজটি তিন বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে ছিল, ফলে স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছায়।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিষয়টি গুরুত্ব দিয়ে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেন। তিনি জানান, “ব্রিজটি ভেঙে পড়ায় সাধারণ মানুষকে দীর্ঘদিন কষ্ট করতে হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আপাতত সংস্কারকাজ সম্পন্ন করেছি। তবে স্থায়ীভাবে এটি টিকিয়ে রাখতে হলে ব্রিজের মুখে থাকা ক্যানেলটি আরও অন্তত ১০০ মিটার সম্প্রসারণ করতে হবে। তা না হলে বর্ষা মৌসুমে আবারও ভাঙনের ঝুঁকি তৈরি হবে।”

সংস্কারকাজ শেষ হলেও স্থানীয়দের আশঙ্কা, এটি সাময়িক সমাধান মাত্র। তারা চান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থায়ী সংস্কার করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, “ব্রিজটি আপাতত চলাচলের উপযোগী করা হয়েছে। স্থায়ী সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত হস্তক্ষেপ নিয়ে ব্রিজটির স্থায়ী সংস্কার নিশ্চিত করুক, যাতে এই দুর্ভোগের পুনরাবৃত্তি না হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ