বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

‎কুড়িগ্রামে নবম শ্রেণির কিশোরিকে ৬ ঘন্টা গাছে বেধে নির্যাতন

‎মোঃ মিজু আহমেদ ‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

‎মোঃ মিজু আহমেদ
‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ-


‎কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নবম শ্রেণির শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এই ঘটনা ঘটে। 

‎স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই কিশোরীর ছোট বোন (৯) কিছুদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলো । তাহার দাদি নাতনির চিকিৎসার জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। ওই কিশোরীর দূরসম্পর্কের দাদা আব্দুল কাদের (সাবেক ইউপি সদস্য) ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন । বাবাকে দেয়া অপবাদের প্রতিবাদ করলে আবদুল কাদেরের উঠানেই নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।


‎ভুক্তভোগী কিশোরী জানান, তার দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের সকাল ৯টার দিকে রশি দিয়ে গাছে বেধে রাখে । গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা এবং মারপিট করে হাঁটু গলা ও পিঠে জখম করে । পরবর্তী সময় বিকেল ৩টার দিকে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি খুলে দেন।

‎অভিযুক্ত আব্দুল কাদের বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের নির্দেশে মোহনাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। নির্যাতন করা হয়নি।

‎ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন ‘পিঠের চামড়া ছিঁড়ে দেয়া লাগত, মেয়েটি খুব বেয়াদব।

‎এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ