চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, যুগপৎ আন্দোলন ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা এবং বাগেরহাট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এস এম শাহাদাত হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে গঠিত একটি বৈষম্যহীন রাষ্ট্র। যেখানে জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে। দেশের জনসাধারণের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তাসহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বুধবার (১৯ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৩ টায় চিতলমারী উপজেলা সদর বাজারের আপ্যায়ন হোটেল এÐ পার্টি সেন্টারে বসে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ২০১০ সাল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনসহ রাজ পথের সকল আন্দোলনের সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বাগেরহাট-১ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হলে এলাকার শিক্ষার মানোন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজকে কারিগরি দক্ষতায় গড়ে তোলাসহ চিতলমারী-ফকিরহাট ও মোল্লাহাটবাসীর জীবনমান উন্নয়নে কাজ করে যাবো।
এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আউলিয়া শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, যগ্মু-আহবায়ক মোঃ শামীম শেখ, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহবায়ক হোসাইন বিশ্বাস, যুবদল নেতা মিরাজ শেখ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল মল্লিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রাজু খান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম খান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে তিনি সদর বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।