বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

বাগেরহাটে একমাস ধরে অবরুদ্ধ একটি পরিবার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ বাদাল গ্রামের গাউসুল হক হাওলাদারের পরিবার একমাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। প্রতিবেশী শহিদুল ইসলাম হাওলাদার যাতায়ত পথ আটকে বেড়া দেয়ায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটছে ওই পরিবারটির। এ অবস্থায় প্রশাসন ও দলীয় নেতাদের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী পরিবারটি।
বৃদ্ধ গাউসুল হক (৭৫) জানান, বাড়ির জমি নিয়ে ভাতিজা শহিদুলের সাথে কয়েক বছর ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বেশ কয়েকবার মাপও হয়েছে। পৈত্রিক জমির উপর দিয়ে রাস্তায় প্রায় তিনফুট জায়গা চলে গেছে। শহিদুল ইসলাম রাস্তায় যাওয়া জমির সমভাগ নিতে নারাজ। উল্টো আমার ঘরের ভেতরে জমি পাবে বলে বেড়া দিয়ে আমার চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছে। এ নিয়ে থানা পুলিশ ও স্থানীয়দের শরণাপন্ন হলেও কোনো প্রতিকার পাননি। তাই একমাস ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটছে। শহিদুল ইসলাম হাওলাদার জানান,গাউসুল হক তার জমির তিনফুট নিয়ে ঘর তুলেছে। এনিয়ে অনেক শালিস ব্যবস্থা হয়েছে তবুও তার জমি ছাড়ছেন না। তাই তিনি বেড়া দিয়ে আটকে রেখেছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান,পরিবারটিকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি তার জানা নাই। তবে, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ জানান,পথ আটকে কাউকে অবরুদ্ধ করে রাখা বেআইনী কাজ। থানায় অভিযোগ দিলে পুলিশ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ