বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাব ভবনে তৃতীয় তলায় টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে ৩৩ হাজার কেভি লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে তুষার ধুপি বাবু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এই বিদ্যুতায়িতের ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। বিদ্যুতায়িত হয়ে মরা যাওয়া তুষার ধুপি বাবু শহরের রেলরোডের নির্মল ধুপির ছেলে। একই এলাকার বাসিন্দা আহত লিয়াকত হোসেন (৪০) ও সজিব মৃধাকে ((৩০) উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক (ওসি) কাজী শহিদুজ্জামান জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার বাগেরহাট প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া মোবাইল ফোন টেলিটক কর্তৃপক্ষ তিনজন শ্রমিকদের দিয়ে তৃতীয় তলা থেকে টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে পাশের ৩৩ হাজার কেভি লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় টেলিটকের বিলবোর্ড লাগাতে থাকা তিন শ্রমিকই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা নির্মল ধুপি বাবুকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই শ্রমিক লিয়াকত হোসেন ও সজিব মৃধাকে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।#